চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়লেন লিটন দাস
নিজের ছন্দ হারিয়ে খুঁজে ফিরছেন লিটন দাস। ব্যাট হাতে রান পাচ্ছেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে না রাখার কারণ একটাই—তার অফফর্ম।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাত্র ছয় রান করতে পেরেছেন লিটন। এমন পরিস্থিতিতে তার ওপর ভরসা রাখা সম্ভব হচ্ছে না বলে জানান প্রধান নির্বাচক। লিটনের পরিবর্তে ওপেনিংয়ে সৌম্য সরকার ও তামিম ইকবালকে নিয়ে আস্থা রাখছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় লিপু বলেন, “লিটন ফর্মে নেই। তার আউট হওয়ার ধরন প্রায় একই রকম। পাওয়ার প্লেতে যেভাবে রান তোলার কথা, সেটা সে করতে পারছে না। ক্রিজে টিকে থাকার সমস্যাও দেখা যাচ্ছে। প্রতিপক্ষের অ্যানালিস্টরা তার দুর্বলতা কাজে লাগাচ্ছে। সুযোগ দেওয়ার পরও সে নিজেকে প্রমাণ করতে পারেনি। তাই এই মুহূর্তে তার ওপর আস্থা রাখা কঠিন।”
তিনি আরও বলেন, “তামিম ও সৌম্য ওপেনিংয়ে ভালো করছে। তাদের ওপর আস্থা রাখা হচ্ছে। তাই প্রথম একাদশে লিটনের জায়গা নেই। তবে লিটনের ব্যাটিং দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। তার ফর্মে ফেরার জন্য আমরা কাজ করছি। বিশেষজ্ঞরা তাকে সহায়তা করবেন।”
লিটনকে দল থেকে বাদ দিলেও তাকে আবার ফর্মে ফেরানোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, “লিটনের অতীত পারফরম্যান্স বিবেচনায় রাখা হলেও সাম্প্রতিক ফর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটসম্যানরা ভালো রান করলেও লিটন বারবার ব্যর্থ হয়েছে। আসন্ন টুর্নামেন্টে পিচ ব্যাটিং-বান্ধব হবে, যেখানে রান করা গুরুত্বপূর্ণ। তাই ফর্মহীন কাউকে দলে রাখা সম্ভব নয়। পাশাপাশি, আমাদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কঠিন চ্যালেঞ্জ থাকবে’।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। জুলাই আন্দোলনের গুলি চালানো কনস্টেবল সুজন কারাগারে আরো খবর পড়ুন ।