ছাত্রনেতা থেকে জননেতা হলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন।
ষষ্ঠ উপজেলা নির্বাচন-২০২৪ এ বগুড়া জেলার গাবতলী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করেন কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন।
বুধবার (৮ মে,২০২৪) অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতীকে ৪১৬০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হোন সাবেক এই ছাত্র নেতা।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রফিনেওয়াজ খাঁন আনারস প্রতীকে ৩৯৭৫২ ভোট পেয়েছেন। ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অকুন্ঠ সমর্থন পেয়েছেন সিটন।কারণ তার নিকটতম প্রার্থী রফিনেওয়াজ দীর্ঘদিন যাবৎ এলাকায় রাজনীতি করে আসছেন এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতিও তিনি।
কিন্তু তা সত্বেও প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন সাবেক ছাত্রলীগনেতা সিটন।বিশ্ববিদ্যালয় জীবনেও ছাত্ররাজনীতির সময় সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন এই তুখোড় ছাত্রনেতা।
নির্বাচনে জয়ী হয়ে গাবতলী উপজেলার সর্বসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন বলেন, এই বিজয় গণমানুষের বিজয়, এই বিজয় মডেল উপজেলা বিনির্মানের বিজয়। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম গাবতলী উপজেলার সকলকে সাথে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে চাই। সেইসাথে তিনি সকলকে শান্ত থাকার পরামর্শ দেন।তিনি তার এই বিজয়কে গাবতলী উপজেলাবাসীকে উৎসর্গ করেছেন।
উল্লেখ্যঃ অরুণ কান্তি রায় সিটন (২০১০-২০২১) পর্যন্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্যর দায়িত্বও পালন করছেন।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি
মোবাইলঃ০১৭৭৮৪২৭২৯৬