শাহরুখ খান বরাবরই ফুটবলপ্রেমী! ফিফা বিশ্বকাপসহ একাধিক ফুটবল ম্যাচের মাঠেও দেখা দিয়েছেন তিনি। শত ব্যস্ততার মাঝেও এবার ছেলেকে নিয়ে ফুটবল খেলতে দেখা গেল শাহরুখ খানকে।
তার ফ্যানপেজ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মন্নতের ছাদের মাঠে অ্যাব্রাম এবং আরিয়ান, দুই ছেলেকে নিয়ে ফুটবল খেলছেন তিনি। পরনে সাদা স্পোর্টস পোশাক।
ভিডিওতে আব্রাম-শাহরুখের বল কাড়াকাড়ি দেখে মনে হল, দুজনে বিপরীত টিমে খেলছিলেন।
এদিকে পরবর্তী ছবির কথা এখনও ঘোষণা করেননি কিং খান। ২০২৩-এ মুক্তি পাওয়া তার তিনটি ছবির ২টিই ব্লকবাস্টার, তৃতীয়টিও সুপার হিট। শাহরুখ একাই ১৬০০ কোটির ব্যবসা দিয়েছেন শেষ বছরে।