গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পানি, বসার জন্য চেয়ার ও ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার ব্যবস্থাো করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এসব সুবিধা পেয়ে সন্তোষ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা।
আজ শনিবার ২৪ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবারে এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। এ ইউনিটে প্রায় ১২ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দিবে ১ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক নাসিমা আক্তার বলেন, ” আমার সন্তানকে নিয়ে অনেক আগেই এসেছি কেন্দ্রে। কিন্তু এই গরমে বসার মতো কোনো ছায়া নেই। শুধু ভিক্টোরিয়া পার্কই আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চেয়ারের ব্যবস্থা করাতে একটু সুবিধা হয়েছে। চেয়ার না দিলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। এই গরমের মধ্যেও বসতে পেরে একটু ভালো লাগছে। তবে সবাই বসার মতো চেয়ার পায়নি।”
ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, নজিরবিহীন এই তীব্র গরমের কারণে বিশেষ করে বয়ষ্কদের বেশি সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন,ও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরে তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যাচ্ছে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন খাবার পানির ব্যবস্থা করায় কষ্ট অনেকটা লাঘব হয়েছে।
এবিষয়ে রাকিব রায়হান নামে এক ভর্তি পরীক্ষার্থী বলেন,” প্রচন্ড গরমে বার বার ঘেমে যাচ্ছি, পরীক্ষা সরঞ্জামের সাথে অধিক পানি ক্যারি করা সম্ভব নয়, তাই পিপাসা পেলেও পানি খেতে পারি না, তবে এখানে কেন্দ্রের আসেপাশে অনেকগুলো পানির বুধ বসানো হয়েছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ খাবার স্যালাইনও বিতরণ করছে, এই উদ্দ্যেগটি আমাদের ভোগান্তি অনেকটা দূর করেছে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছোট ক্যাম্পাস। ক্যাম্পাসে বসার স্থান নেই। ফলে ভিক্টোরিয়া পার্কে যথা সম্ভব পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধা দেওয়ার চেষ্টা করেছি।