জয়নাল আবেদীন জয়,
জয়পুরহাট জেলা প্রতিনিধি:
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে জয়পুরহাট জেলা পরিষদ। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব তহবিলের আওতায় এ শিক্ষাবৃত্তি দেওয়া হবে। সোমবার (২ জুন) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত জেলার স্থানীয় বাসিন্দারা এই বৃত্তির আওতায় পড়বেন। তাদের এককালীন শিক্ষা বৃত্তি দেওয়া হবে। মেধাবী এই শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফরমে আবেদন করতে হবে। চলতি মাসের ৩০ জুন রাত ১২টার মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যা দাখিল করতে হবে : ১. জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) কপি সংযুক্ত করতে হবে। ২. নাগরিকক্ত সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। ৩. পিতা-মাতার আর্থিক অসচ্ছলতার প্রমানক সংযুক্ত করতে হবে। ৪. এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানের পরীক্ষার নম্বরপত্রের কপি সংযুক্ত করতে হবে। ৫. এসএসসি/সমমান অথবা এইচএসসি/সমমানের পরীক্ষার সনদপত্রের কপি সংযুক্ত করতে হবে। ৬. ছবি সংযুক্ত করতে হবে।