জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে নারীদলের ফুটবল খেলা বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলার খেলোয়ার,ক্রীড়া সংগঠক ও বিএনপির নেতৃবৃন্দ। শনিবার বেলা ১২টায় জয়পুরহাট শহরের পাঁচুরমোড় প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ঘন্টাব্যাপী ওই মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দি, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, ক্রীড়া সংগঠক আসিফ শাহরিয়ার, শামস মতিন এবং নারী ফুটবলার রিতু আকতার প্রমূখ।
বক্তাগণ অবিলম্বে জেলায় নারী খেলোয়ারদের নিরাপত্তা নিশ্চিতসহ খেলার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত : ২৯ জানুয়ারী বুধবার স্থানীয় ক্লাবের উদ্যোগে আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারীদের ফুটবল খেলার জন্য মাইকিং করে স্থানীয় আয়োজকরা। নারীদের এ আয়োজনে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ইমাম, মুসল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীরা খেলা বন্ধ করতে বিদ্যালয় মাঠ ঘেরা টিনের বেড়া ভাঙচুর করে। ঘটনার পর খেলা স্থগিত ঘোষণা করে আয়োজকরা