সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে কোনো ধরনের রাজনৈতিক চাপে নেই। তিনি বলেন, কমিশনের যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তা পালন করছে এবং চলমান প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়ছে না।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টায় সংসদ ভবনে অবস্থিত নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কার প্রস্তাবের লিখিত কপি কমিশনে জমা দেওয়া হয়। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল প্রস্তাবটি জমা দেন।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. ইউনূস। তাই আমাদের ওপর কোনো চাপ নেই। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সুপারিশ প্রদান করা এবং সে প্রক্রিয়া চলছে।” তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আলোচনা এগিয়ে যাচ্ছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আশা প্রকাশ করেন।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিমধ্যেই বেশ কিছু মতামত পাওয়া গেছে এবং তারা সম্মতির দিকে এগোচ্ছেন। আলী রীয়াজ জানান, আলোচনার মাধ্যমে সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, যাতে দ্রুত ফলাফল আসতে পারে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা ১৫ জুলাই, তবে তারা আশা করছেন এর আগে কাজ শেষ হবে।
তিনি আরও জানান, বিএনপি এখনও তাদের মতামত জমা দেয়নি, তবে আগামী দু-একদিনের মধ্যে তারা মতামত দেবেন বলে আশা করা হচ্ছে। এনসিপির পক্ষ থেকেও শীঘ্রই মতামত আসবে এবং ঈদের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হবে।