জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন আয়োজনের দাবি নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের। আজ (২৬শে মে) সোমবার ভয়েস অফ ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস এর পক্ষ থেকে নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাজুল ইসলামের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারক লিপি দেন উক্ত কলেজের শিক্ষার্থীবৃন্দ।
স্মারক লিপিতে দুই দফা দাবি জানানো হয়।
১. ২০২৫সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আয়োজন করতে হবে এবং ধারাবাহিকতা বজায় রেখে প্রতি দুই বছর অন্তর সমাবর্তন আয়োজনের ব্যবস্থা করতে হবে।
2. ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাবর্তন আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে বিভাগীয়/ জেলা পর্যায়ে সমাবর্তন আয়োজনের উদ্যেগ গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীরা আক্ষেপ নিয়ে জানান, পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে সমাবর্তন আয়োজন করা হলেও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়না। আমরাও চাই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানের পাশাপাশি সব দিক দিয়ে এগিয়ে যাক।