জাপানে ২০২৪ সালে স্কুলছাত্রদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৩ সালে যেখানে ৫১৩ জন হাইস্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছিল, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৫২৭। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে, সামগ্রিকভাবে জাপানে আত্মহত্যার হার কমেছে। ২০২৪ সালে দেশটিতে আত্মহত্যার মোট সংখ্যা ছিল ২০ হাজার ২৬৮, যা আগের বছর ছিল ৩৪ হাজার ৪২৭।
ডেপুটি চিফ কেবিনেট সেক্রেটারি তোকিওতো এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আত্মহত্যার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। বিশেষ করে শিশুদের জীবন রক্ষা করতে এবং এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে কেউ আত্মহত্যার মতো চরম পথ বেছে নেবে না।”
যদিও বেশিরভাগ ছাত্রের আত্মহত্যার কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি, তবে অতীত বিশ্লেষণে দেখা গেছে—শিক্ষাগত চাপ, সহপাঠীদের দ্বারা হয়রানি (বুলিং), ব্যক্তিগত সম্পর্ক, ক্যারিয়ার সংক্রান্ত উদ্বেগ এবং স্বাস্থ্য সমস্যা এসব ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই পরিস্থিতি জাপানের সামাজিক ও শিক্ষাগত ব্যবস্থার ওপর নতুন করে আলোচনার প্রয়োজনীয়তা তৈরি করেছে।