প্রতি বছরের মতো এবারেও বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ নৈশভোজ আয়োজিত হচ্ছে।
এতে জনপ্রতি বাজেট রাখা হয়েছে ৫০০ টাকা।
রবিবার রাত এগারোটায় (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড নজরুল ইসলাম বিডিএন৭১ কে বিষয়টি নিশ্চিত করেছেন। গতবছরে ফিস্টের বাজেট ছিলো ৪৯০ টাকা। এবারে দ্রব্যমূল্য বিবেচনায় ১০ টাকা বাড়িয়ে তা ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য কুপনের মূল্য গতবছরের মতো ৩০ টাকাই রয়েছে।
তিনি জানিয়েছেন, ‘হল ও বিশ্ববিদ্যালয় থেকে ৪৭০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে এবং বিগত বছরের মতো এবারেও শিক্ষার্থীদের জন্য কুপনের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্যে কুপন সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীরা ৫০০ টাকা মূল্যমানের খাবার পাবেন। খাবারের মেনুতে গতবারের মতো এবারও পোলাও, রোস্ট, খাসির রেজালা, মুগডাল, মিষ্টি ও ফল রয়েছে। সকল শিক্ষার্থী, আবাসিক শিক্ষকবৃন্দ ও হলসমূহের সকল কর্মকর্তা-কর্মচারী ফিস্টে সম্মিলিতভাবে অংশগ্রহণ করবে। ‘
রবি//বিএন