জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ।
রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক-রাজনৈতিক সংগঠনের নারী নেতৃবৃন্দ ও অ্যাথলেটসহ প্রায় পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেন।
মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুল আলমসহ অন্যান্য শিক্ষক এবং শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কামরুল আহসান বলেন, ‘ছাত্রদলের এমন মহৎ আয়োজন ক্যাম্পাসে সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতির রাজনীতি চর্চার বহিঃপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে তাদের এমন ভালো কাজ অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা’।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘আমরা এবার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র হলে ইফতার মাহফিলের আয়োজন করেছি। তবে আমাদের সাংগঠনিক কাঠামো পরিপূর্ণ না থাকায় ছাত্রী হলগুলোতে তা সম্ভব হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের সম্মানার্থে ও তাদেরকে ইফতার মাহফিলের অংশী করতেই আমাদের এ আয়োজন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফনান আলী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দিয়ে ক্যাম্পাসে ছাত্র বান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জুলাই আন্দোলনকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মানে জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নানা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি হলে হলে ইফতার কর্মসূচি আয়োজন করেছে। আজ নারী শিক্ষার্থীদের সম্মানে ইফতার আয়োজন করে যেখানে প্রায় ৭০০ এর অধিক নারী শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীতেও নারী শিক্ষার্থীদের জন্য জাবি ছাত্রদল কর্মসূচি হাতে নিবে। বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে ইনক্লুসিভ ক্যাম্পাসে পরিনত করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামীতেও নানা কর্মসূচি হাতে নিবে ইনশাআল্লাহ।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়