জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড মো. আরজু মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তার নিয়োগ প্রসঙ্গে অফিস আদেশে বলা হয়, রসায়ন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. এনামউল্যা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে বিভাগের পরবর্তী জ্যেষ্ঠতম অধ্যাপক ড. মো. আরজু ‘মিয়াকে বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।