জাবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় মদদ দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক তাজউদ্দিন সিকদারের পদত্যাগের দাবিতে গ্রাফিতি অঙ্কন করেছে হলের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হল প্রাঙ্গণে এই প্রতিবাদী গ্রাফিতি আঁকেন তারা।
এসময় শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের পাশাপাশি হলগুলোকে সন্ত্রাস ও ছাত্র রাজনীতি মুক্ত রাখার দাবি জানান।
শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম বলেন, গত ১৫ জুলাই রাতে যৌক্তিক আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ভয়াবহ হামলার কথা আমরা সবাই জানি। আর সেই রাতে হামলার প্রত্যক্ষ মদদদাতা ছিল এই হলের প্রভোস্ট তাজউদ্দিন সিকদার সহ প্রশাসনের কর্তা ব্যাক্তিরা। বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট ও প্রশাসন শিক্ষার্থীদের কঠিন সময়ে আশ্রয় দেওয়ার কথা।কিন্তু তারা তা না করে ছাত্রলীগের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের মারতে লেলিয়ে দিয়েছিল। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় আমরা হল থেকে সন্ত্রাসী ছাত্রলীগ হটিয়েছি। এখন ঐ হামলার প্রত্যক্ষ মদদদাতা সন্ত্রাসী তাজউদ্দিন সিকদারেরও অবিলম্বে পদত্যাগ দাবি করছি।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দুরন্ত সাদিত মাহবুব বলেন, ‘প্রভোস্ট পদ থেক আমরা তাজউদ্দিন সিকদারের দ্রুত পদত্যাগ চাই। একইসাথে হলে আর কোনো ধরনের দলীয় ছাত্র রাজনীতি আমরা চাইনা। আমরা ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে পেতে চাই। ছাত্রদের অধিকার আদায়ের নামে এসব সহিংস ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে’।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘গতকাল অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। নতুন নেতৃত্বে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আমরা সন্ত্রাস মুক্ত করে নতুন রূপে সাজাতে চাই। আমরা বলতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আর কোনো ধরণের দলীয় ছাত্র রাজনীতি চলবে না। একইসাথে ইতোপূর্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ইন্ধনদাতা এই হলের প্রভোস্ট সহ সকলের দ্রুত পদত্যাগ দাবি করছি’।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই রাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা। এতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। এ ঘটনার সময় হল প্রভোস্ট, প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
রবিউল/আরএ