সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার ক্লাবমোড় এলাকার ইট ভাটার শ্রমিক সরদার ইয়াসিন আলমের বাড়িতে জামায়াত নেতা পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ জানুয়ারি) শ্রমিক ইয়াছিন আলমকে না পেয়ে তার স্ত্রী রহিমা খাতুন কে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করার হুমকি দেওয়ায় শ্যামনগর থানা একটি লিখিত অভিযোগ দিয়েছে ।
অভিযোগ সূত্রে জানাযায়, হারুন ব্যক্তিগত প্রভাব খাটিয়ে আমার স্বামীর নিকটে তার শ্বশুর ২নং বিবাদী টাকা পাবে মর্মে অন্যায় দাবী করতঃ বিভিন্ন সময় বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসতে থাকে। এমতাবস্থায় গত ইং-২৯/০১/২০২৫ তারিখ রাত্র অনুমান ০৯:০০ ঘটিকার সময় বিবাদীদ্বয় আমার বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এসে উক্ত বিষয়কে কেন্দ্র করে আমাকে স্বামীকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। আমি বিবাদীদের কথায় প্রতিবাদ করায় বিবাদীদ্বয় আমাকে বারংবার মারপিট করতে উদ্যত হয়। তাছাড়া বিবাদীদ্বয় প্রকাশ্যে হুমকি ধামকি প্রদান করে বলে যে, তোর স্বামী বাড়ী আসলে কিভাবে টাকা আদায় করতে তা দেখে নিবো, টাকা আদায় করে ছাড়বো, বাড়ীর ইট খুলে নিয়ে যাবো, আর তোরা উক্ত বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তোকে সহ তোর স্বামী, দেবর সহ পরিবারের লোকজনদেরকে যেখানে পাবো সেখানে ফেলে মারপিট করে খুন জখম করবো মর্মে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করে।
খোজখবর নিয়ে জানা যায়, হারুনার রশীদ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাকড়াঘাট এলাকার বাসিন্দা,জামায়তের পরিচয় দিলে ও তার নাম কোন পদপদবীতে নেই।
এ বিষয়ে হারুন রশীদের কাছে জানতে মুঠোফোনে কল করলে বলেন, আমরা টাকা পাবো বিগত সময়ে ওরা আওয়ামী লীগের দোষর ছিল যার কারনে নিতে পারিনি তাই চাইতে গিয়েছিলাম।
এদিকে ইয়াসিন আলম বলেন, আমার সাথে তার কোন টাকার লেনদেন নাই।
শ্যামনগর থানার পরিদর্শক মনজুর রহমান জানায়, সাধারণ ডায়েরি হয়েছে ঘটনা স্থলে গিয়েছিলাম আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।