জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
রবিবার (২৩ মার্চ) এনবিআরের পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়।
এ ছাড়া, আগামী ১৫ দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী শরীফা কাদের, মেয়ে ইশরাত জাহান কাদের এবং জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অংশ হিসেবে ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ সব ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।
সিআইসি কর্মকর্তারা জানিয়েছেন, এই চারজনের আয়কর সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে কর গোয়েন্দা সংস্থা। তাদের আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে আয়কর সংক্রান্ত কোনো অনিয়ম বা কর ফাঁকি হয়েছে কিনা, তা যাচাই করা হবে।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের সময়ে জিএম কাদের ছিলেন বিরোধীদলীয় নেতা এবং এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এ দিকে, গত ২০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) জিএম কাদেরের বিরুদ্ধে দলের পদ ও প্রার্থিতার বিনিময়ে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু করে। এই তদন্তের অংশ হিসেবেই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।