নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক জাকারিয়া আলম জিকুর বদলি আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে। গত ২৫ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে।
শিক্ষার্থীদের দাবি, জাকারিয়া আলম জিকু একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক। তার অধীনে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের থিসিস ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই বিভাগের শিক্ষক সংকট থাকা সত্ত্বেও তাকে বদলি করা হলে শিক্ষার্থীদের পড়াশোনা এবং গবেষণা কার্যক্রম মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম বলেন, “স্যারের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের গবেষণা ও শিক্ষা কার্যক্রমে অমূল্য ভূমিকা রাখছে। এমন একজন শিক্ষকের বদলি আদেশ অযৌক্তিক এবং তা প্রত্যাহার না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
উল্লেখ্য, জাকারিয়া আলম জিকু কলেজের বিভিন্ন সৃজনশীল ও গবেষণামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি “টিইসিএন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব”-এর আয়োজিত “টিইসিএন ফ্যাব্রিক ডে ২০২৪” সফলভাবে সম্পন্ন করেন, যা কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেয়। তার পরিকল্পনায় ছিল আগামী বছর “টিইসিএন ফ্যাব্রিক ডে অ্যান্ড অ্যাপারেল উইক ২০২৫” আয়োজন, যা শিক্ষার্থীদের নতুন উদ্ভাবন ও সুযোগ এনে দিত।
আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। তাদের হুঁশিয়ারি, আদেশ বাতিল না হলে তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বস্ত্র অধিদপ্তর ঘেরাও করবে।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে জাকারিয়া আলম জিকু স্যারকে বদলি করে ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীরা এই আদেশ বাতিলের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।