জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুবায়েদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ সময় তারা ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন— “খুনিদের ফাঁসি চাই”, “আমার ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে”, “নিরাপদ ক্যাম্পাসই ছাত্রদলের অঙ্গীকার”—সহ নানা শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।
বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, ৫ আগস্টের পর থেকে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও কোনোটিরই বিচার হয়নি। তিনি অভিযোগ করেন, “সাম্য, পারভেজ হত্যার পর এবার আমাদের ভাই জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ খুনিরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে।”
শাখার আহ্বায়ক মো. আল আমিন ইসলাম বলেন, প্রকৃত খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি যারা এসব ঘটনার পেছনে দায়ী, তাদেরও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং জুবায়েদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


