‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’—এই মানবিক ও পরিবেশবান্ধব শ্লোগানকে সামনে রেখে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ ও নুর উদ্দিন, ছাড়াও সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।
জানা গেছে, এই কর্মসূচির আওতায় নিম, আম, লটকন, কদবেলসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, কেন্দ্রীয় মসজিদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফাঁকা জায়গায় এসব গাছ লাগানো হবে।
বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন,”২৪ জুলাই শহিদদের স্মরণে ও তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি নিম গাছ রোপণের মধ্য দিয়ে আমরা এই কার্যক্রমের সূচনা করেছি।”
তিনি আরও বলেন,”মোট ৫০০ গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য রয়েছে। চব্বিশের শহিদদের চেতনা হৃদয়ে ধারণ করে আমরা সাম্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার প্রয়াসে এগিয়ে চলেছি। বিশ্ববিদ্যালয়ের ‘মীর মুগ্ধ সরোবর’ এলাকাকে কেন্দ্র করে একটি পরিকল্পিত বাগান গড়ে তোলার চিন্তাভাবনাও রয়েছে।”