জুলাই শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ।
আজ বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তারা শ্রদ্ধাঞ্জলি দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক। ইউট্যাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর মো. মামুনার রশিদ বলেন, জুলাইয়ে আবু সাঈদ, ওয়াসীম,রাহুল, মুগ্ধ শহীদ হওয়ার পর থেকেই ছাত্র জনতার মাঝে আন্দোলন ব্যাপকভাবে দানা বাঁধে। ছাত্রজনতা ফ্যাসিবাদকে রুখতে প্রাণপণ চেষ্টা করে।সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা পাই ৫ আগস্ট।
যেদিন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়।আমরা একটি নতুন দেশ পাই। আমাদেরকে এখন ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল থাকতে হবে। যেন কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা চাঁড়া দিয়ে উঠতে না পারে। দেশকে অস্থিতিশীল করতে না পারে। আমরা হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জুলাইয়ে সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।