সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে জ্বরের কারণে ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) তাকে হাসপাতালে নেওয়া হয় বলে তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্স।
৭৮ বছর বয়সী ক্লিনটন সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার শারীরিক জটিলতায় ভুগেছেন। তার কার্যালয়ের উপপ্রধান অ্যাঞ্জেল ইউরেনা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছেন, “জ্বরের কারণে পরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্ট ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এর আগে, ২০০৪ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। ২০২১ সালে রক্ত সংক্রমণের কারণে তাকে পাঁচ রাত হাসপাতালে থাকতে হয়েছিল। চিকিৎসকরা তাকে জীবনযাত্রার ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।
২০২২ সালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন, তবে টিকার কারণে দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
প্রসঙ্গত, বিল ক্লিনটন ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এবং দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরএস//বিএন