বাংলাদেশ-ভারত অভিন্ন নদীগুলোতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণ,আগাম সতর্কবার্তা না দিয়েই ডুম্বুর বাঁধ খুলে দেওয়া সহ সকল ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের সাধারণ মানুষ।
শুক্রবার (২৩ আগস্ট) জুমা’র নামাযের পর শহরের কেন্দ্রিয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে নিরালা মোড়,পুরাতন বাসস্ট্যান্ড হয়ে প্রেস ক্লাব এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় শিক্ষার্থীদের ‘ভারতীয় পণ্য,বয়কট-বয়কট’,’পেতে চাইলে মুক্তি,ছাড়ো ভারত ভক্তি’,’দিল্লী না ঢাকা,ঢাকা-ঢাকা’, সহ নানাবিধ ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখো গেছে।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এবি জুবায়ের।
এসময় সহ-সমন্বয়ক মোসাদ্দেক বলেন,’ভারত দেশের উপর প্রভুত্ব করতে চেয়েছিল কিন্তু জনগণ তাদের ৫ আগস্ট লাল কার্ড দেখিয়েছে।আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যেসব বাঁধ নির্মিত হয়েছে অনতিবিলম্বেই সেসব বাঁধ সরিয়ে ফেলতে হবে।ভারতের সাথে যে জলদাস চুক্তি করা হয়েছে সেগুলোও বাতিল করতে হবে।’
পরবর্তীতে ভারতীয় পণ্য বয়কট ও বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
শুভ/এমএ//