টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ড. ইউনূস
লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নেওয়া এবং তা গোপন রাখার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপের পদত্যাগ দাবি করেছে যুক্তরাজ্যের বিরোধী দল। এই প্রসঙ্গে মন্তব্য করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস-কে ড. ইউনূস বলেন, “টিউলিপ যে লন্ডনের ফ্ল্যাটটি ব্যবহার করছেন, সেটি নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। যদি তদন্তে প্রমাণিত হয় যে এটি বেআইনি উপায়ে অর্জিত, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা উচিত।”
এদিকে, ব্রিটিশ বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন।”
টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। তিনি অর্থনৈতিক সচিব এবং সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন। তার কাজ যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি রোধ করা। তবে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তার এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে জন্মভূমি বাংলাদেশে তদন্ত চলছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত আরো খবর পড়ুন ।