টিউলিপের পর যুক্তরাজ্যে আলোচনায় সালমানের ছেলে শায়ান রহমান
দুর্নীতির অভিযোগ ঘিরে ব্রিটিশ প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়ে যুক্তরাজ্যে তোলপাড় চলছে। একই সময়ে আলোচনায় উঠে এসেছেন ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান।
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান যুক্তরাজ্যের রাজা চার্লসের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থার বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সালমান এবং তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত আগস্টে সালমান, তার ছেলে শায়ান এবং পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে।
শনিবার ডেইলি মেইল প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে, শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ‘পারিবারিক বন্ধু’। প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে শায়ানের ১৩ মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন। এছাড়া, শেখ রেহানার লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বসবাস, সেটি শায়ানের নিয়ন্ত্রণাধীন একটি অফশোর কোম্পানির মালিকানাধীন।
ডেইলি মেইল আরও জানায়, দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ২০০৭ সালে রাজা চার্লসের উদ্যোগে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’-এর উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শায়ান। যদিও তিনি বেক্সিমকো গ্রুপের সিইও পদ থেকে সরে গেছেন, ট্রাস্টের ওয়েবসাইটে এখনও তাকে সিইও হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজা চার্লস একবার শায়ানের প্রশংসা করে বলেছিলেন, “আমরা যারা আমাদের সঙ্গে কাজ করেন, তাদের মতোই ভালো। আমি আনন্দিত যে শায়ান রহমান আমাদের নতুন প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।”
ডেইলি মেইল জানায়, দুর্নীতির অভিযোগ সত্ত্বেও শায়ান তার পদে বহাল রয়েছেন। এ বিষয়ে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট জানায়, “আমরা শায়ান রহমানের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানি এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
শায়ানের মুখপাত্র বলেন, “শায়ান রহমান ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক। তিনি বা তার স্ত্রী কোনো অপরাধে অভিযুক্ত নন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে অন্য ৩০০ ব্যক্তির মতো তারও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে, যা একেবারে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন বিশ্ববিদ্যালয় নিয়ে কাউকে খেলতে দেব না — কোরআন পোড়ানো ইস্যুতে রাবি উপাচার্য ।