যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইনের কার্যকারিতা স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার মতে, ২০ জানুয়ারির পর হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এই ইস্যুতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ তাকে দেওয়া উচিত।
নতুন আইনের আওতায়, ১৯ জানুয়ারির মধ্যে টিকটককে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে। অন্যথায়, ওই দিন থেকে যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহার বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্প ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টে শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন করেছেন।
এর আগে, গত এপ্রিলে মার্কিন কংগ্রেস টিকটক বিক্রি বা নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দেয়। পরবর্তীতে আপিল আদালতও একই নির্দেশনা বহাল রাখে।
চীনের বাইটড্যান্স ২০১২ সালে টিকটক চালু করে, যা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে দেশটিতে টিকটকের ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। তবে অ্যাপটির চীনা মালিকানার কারণে মার্কিন আইনপ্রণেতারা এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
ট্রাম্পের প্রধান আইনজীবী জন সাউয়ার জানিয়েছেন, ট্রাম্প এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি ১৯ জানুয়ারির সময়সীমা স্থগিত রেখে তার ভবিষ্যৎ প্রশাসনকে কূটনৈতিক সমাধানের সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন।
আরএস//বিএন