পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘টেক্কা’। সিনেমার মুক্তির আগেই রুক্মিণীর নতুন লুক নেটিজেনদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব, এবং ইতোমধ্যেই তার একটি ঝলক প্রকাশিত হয়েছে। এবার প্রকাশ পেল রুক্মিণীর ফার্স্ট লুক। অভিনেত্রীর এই নতুন লুক দেখে প্রশংসায় মেতে উঠেছেন ফ্যানরা।
সামাজিক মাধ্যমে ‘টেক্কা’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেছেন দেব। পোস্টারে দেখা যায়, সাদা শার্টের ওপর লেদার জ্যাকেট পরা রুক্মিণীকে। তার ছোট চুল, সানগ্লাস এবং হাতে বন্দুক নিয়ে তিনি এক নতুন লুকে হাজির হয়েছেন। সিনেমায় রুক্মিণীর চরিত্রের নাম মায়া।
পোস্টার শেয়ার করে দেব ক্যাপশনে লেখেন, “সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক। এবার পূজায় দেখা হচ্ছে ‘টেক্কা’-এর সঙ্গে। ক্ষমতা, দায়িত্ব, বিচার—মায়ার সাথে আলাপ করুন যে পথঘাট শাসন করে বেড়ায়।”
এছাড়া, দেব এবং রুক্মিণী মৈত্র অভিনীত ‘টেক্কা’ সিনেমার নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জী, সৃজা দত্ত এবং অন্যান্য তারকারা।