টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে (টিইসিএন) তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড ২০২৫’। এই প্রতিযোগিতার জন্য গত সোমবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত।
বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার জন্য এক বিশেষ প্ল্যাটফর্ম। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের সুযোগ পান।
এই আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন ক্যাম্পাস ডিরেক্টর মো. জাহিদ হাসান। তাঁকে সহযোগিতা করছেন চিফ অ্যাডভাইজার ও টিইসিএন-এর প্রিন্সিপাল প্রকৌশলী মো. আবদুর রকিব, অ্যাডভাইজার প্রকৌশলী হাসান মাহমুদ, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন এবং মো. জাকারিয়া আলম জিকু।
প্রতিযোগিতার সফল বাস্তবায়নে অপারেশনের প্রধান ইমরান হোসাইন অনিক এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর অপূর্ব চৌধুরীর নেতৃত্বে ২৯ জনের একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৬টি বিভাগ রয়েছে, যার প্রতিটি পরিচালিত হচ্ছে দক্ষ টিমের মাধ্যমে।
গত ১৫ ডিসেম্বর আয়োজিত একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে ক্যাম্পাস ডিরেক্টর মো. জাহিদ হাসান নবগঠিত কমিটির প্রশংসা করে বলেন, ‘এই কমিটির উদ্ভাবনী নেতৃত্ব হাল্ট প্রাইজ কার্যক্রমে নতুন সৃজনশীলতার সূচনা করবে। আমাদের শিক্ষার্থীদের মেধা ও দলের মধ্যে সমন্বয় আমাদের সাফল্যকে আরও এগিয়ে নেবে।’
প্রতিযোগিতাটি বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। এতে দল গঠন, অ্যাবস্ট্রাক্ট জমা, এলিভেটর পিচ এবং ফাইনাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিযোগীরা তাদের প্রস্তাবনা উপস্থাপন করবেন। চূড়ান্ত পর্বটি গ্লোবাল ফাইনালে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, গত বছর টিইসিএনে হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস রাউন্ডে ১৯টি দল অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্বে ৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে “The Axioms” চ্যাম্পিয়ন এবং “The Innovative Titans” রানার-আপ হয়।
এবারের আয়োজনে ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে TBS Graduates, মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও টেক্সটাইল টুডে এবং ই-লার্নিং পার্টনার হিসেবে ইন্টারঅ্যাকটিভ কেয়ার।
আয়োজকরা আশা করছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এই প্রতিযোগিতা টিইসিএন-কে বিশ্ব মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে।