টেন্ডুলকারের এই রেকর্ডটাও এখন কোহলির
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল শুবমান গিল আউট হওয়ার পর বিরাট কোহলি যখন ক্রিজে আসেন, তখন ভারতের স্কোর ছিল ৫ ওভারে ৩০/১। ৪৩তম ওভারে ৮৪ রান করে আউট হওয়ার আগ পর্যন্ত তিনি দলকে ২২৫ রানে পৌঁছে দেন। যদিও ৫২তম ওয়ানডে সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থেকে বিদায় নিতে হয়, তবে গড়েছেন এক নতুন রেকর্ড।
কোহলি এখন আইসিসির ওয়ানডে ইভেন্টে সবচেয়ে বেশি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলা ব্যাটসম্যান। এই কীর্তি গড়তে তিনি ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে, যাঁর ৫০+ ইনিংস রয়েছে ২৩টি। কোহলি এই রেকর্ড গড়লেন টেন্ডুলকারের চেয়ে ৭ ম্যাচ ও ৫ ইনিংস কম খেলেই।
টেন্ডুলকার ১৯৯২ থেকে ২০১১ সাল পর্যন্ত ১১টি বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়ে ৭টি সেঞ্চুরি ও ১৬টি ফিফটি করেছিলেন। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে ৬১ ম্যাচে ৫৮ ইনিংসে ব্যাট করেছেন তিনি। অন্যদিকে, ২০০৯ থেকে ২০২৫ পর্যন্ত চারটি করে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন কোহলি। এই ৮টি টুর্নামেন্টে ৫৪ ম্যাচে ৫৩ ইনিংস খেলেছেন তিনি।
গড় রানেও কোহলি অনেক এগিয়ে। বৈশ্বিক ওয়ানডে আসরে তার ব্যাটিং গড় ৬৫.১৫, রান ২৫৪১। টেন্ডুলকারের গড় ৫২.২৮, মোট রান ২৭১৯। ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে মোট রানের দিক থেকে কেবল টেন্ডুলকারই কোহলির চেয়ে এগিয়ে আছেন।