অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপের বকেয়া ৮০ কোটি ডলার পরিশোধ করতে চিঠি দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রকাশিত এক প্রতিবেদনে খবরটি প্রকাশিত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আট থেকে ৯ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮০ কোটি ডলার বকেয়া হয়েছে।
চিঠিতে বকেয়া অর্থ অতিদ্রুত পরিশোধের কথা জানিয়েছেন গৌতম আদানি। ঋণদাতারা তাদের উপর কঠোর হচ্ছে বলে উল্লেখ রয়েছে চিঠিতে। পাশাপাশি বিদ্যুৎ বিক্রি বাবদ বকেয়া অর্থ পরবর্তী সময় গুলোতে নিয়মিত পরিশোধের জন্যও অনুরোধ জানিয়েছেন গৌতম আদানি।
উল্লেখ্য, বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারদের থেকে প্রাপ্ত সমর্থন ও সহযোগিতার প্রশংসাও করেছেন গৌতম আদানি।