ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। ‘ভাইরালম্যান’ জায়েদ খানের ব্যস্ততার যেন শেষ নেই। দুই দিন পরপরই দেশ বিদেশ ঘুরে থাকেন আলোচনায়।
সম্প্রতি অস্ট্রেলিয়া-লন্ডন শো করে এসেছেন তিনি। তাঁর সাথে ছিলেন আরো অনেক তারকা। দুই দিন আগেই ঈদের শপিং এর কারণে মুম্বাইও ঘুরে এসেছেন এই অভিনেতা।
তবে এবার সালামি নিয়ে ফের আলোচনায় জায়েদ খান। তিনি সালামি নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে।
ডিপজলের কাছ থেকে সালামি নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জায়েদ খান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঈদ সালামী কত পেলাম?’
ভিডিওতে দেখা যাচ্ছে, ❝ডিপজলের পায়ে ধরে সালাম করছেন জায়েদ খান। এরপরেই জায়েদ খানকে এক বান্ডিল সালামি দিলেন খল নায়ক ডিপজল।❞
উল্লেখ্য, সামনে কনসার্ট ও বাংলা কার্নিভাল উৎসবে যোগ দিতে ফের দুবাই যাচ্ছেন অভিনেতা জায়েদ খান। জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়াসহ আরো অনেকে।