রুশাইদ আহমেদ: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই নির্দেশনার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এর আগে, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।