ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের শিক্ষক সমিতির ২০২৫ সালের নির্বাচন এর কার্য সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ আনওয়ারুল আবেদীনের স্বাক্ষরে প্রকাশিত নির্বাচনী ফলাফলে জানা যায়, মোট ১৩টি পদের মধ্যে ১১টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ খসরু মিয়া, অধ্যাপক, পুরকৌশল বিভাগ, এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. কাজী রফিকুল ইসলাম, অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ।
এছাড়াও সহ-সভাপতি পদে ড. মোঃ মোস্তাকুর রহমান অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ, যুগ্ম সম্পাদক (AGS) পদে খাজা ইমরান মাসুদ, সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, কোষাধ্যক্ষ পদে মহিমান জিন্নুরাইন, সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ, সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী আবু মনজুর, সহকারী অধ্যাপক, পুরকৌশল বিভাগ, প্রচার সম্পাদক পদে মোঃ সাবলু খান, প্রভাষক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, মহিলা সম্পাদক হিসেবে ড. সাবাহ বিনতে নূর, সহকারী অধ্যাপক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, নির্বাচিত হয়েছেন। এবং সদস্য হিসেবে তিনজন নির্বাচিতরা হলেন, ড. মোঃ মাহমুদ আলম, অধ্যাপক, গণিত বিভাগ, ড. মোঃ কামাল হোসেন, অধ্যাপক, পুরকৌশল বিভাগ, ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ
উল্লেখযোগ্য, ক্রীড়া সম্পাদক এবং দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় উক্ত পদদ্বয় শূন্য রয়েছে। শিক্ষক সমিতির সংবিধানের ৮(ঘ) ধারা অনুযায়ী, এসব শূন্য পদ পরবর্তী সাধারণ সভায় সদস্যদের মধ্য থেকে মনোনয়ন দিয়ে পূরণ করা যাবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের মাধ্যমে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।