ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের শ্রমিকরা।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু হয়, যা সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধে রূপ নেয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানার কর্মী জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) তার অসুস্থ সন্তানের দেখভালের জন্য মঙ্গলবার রাত ৯টার দিকে ছুটি চান। তবে এপিএম মতিউর রহমান তাকে ছুটি না দিয়ে পরিচয়পত্র রেখে বাসায় চলে যেতে বলেন। বাধ্য হয়ে বাসায় ফেরার পর বুধবার ভোরে কর্মস্থলে ফেরার পথে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে চাপা পড়ে তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার প্রতিবাদে সহকর্মীরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে এবং পরে মহাসড়ক অবরোধ করে।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, নিহত তামান্নার মরদেহ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তার পরিবারও সেখানে উপস্থিত। মরদেহ উদ্ধার শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের আলোচনা চলছে। তবে কারখানার ডিরেক্টর খন্দকার রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।