ঢাকাসহ দেশের বেশ কিছু বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আজ বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি হতে পারে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, “সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আসাম ও পার্শ্ববর্তী এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। তবে, এটি এখন গুরুত্বহীন হয়ে পড়েছে।”