গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র থেকে ‘শিক্ষক’ পরিচয় দিয়ে এক ব্যক্তি কয়েকজন পরীক্ষার্থীর ফোন নিয়ে পালিয়ে গিয়েছে। এমন অভিযোগে জিডি করা হয়েছে শাহবাগ থানায়।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর নাম মো. তোফায়েল আহাম্মেদ তুষার। তিনি বলেন, ‘আমরা যারা দূর থেকে পরীক্ষা দিতে এসেছি, মোবাইল আমাদের সঙ্গেই ছিল। পরীক্ষা শুরুর আগে একজন ব্যক্তি এসে আমাদের কড়াভাষায় বকা দিয়ে ফোন জমা দিতে বলেন। আমরা প্রায় পাঁচ-ছয়জন ফোন জমা দেই। এরপর পরীক্ষার শুরুতে পর্যবেক্ষক কক্ষে আসেন এবং আমাদের সাথে ফোন থাকলে জমা দিতে বলেন।
পরীক্ষা শেষে তাঁকে আর পাওয়া যায়নি, পরীক্ষক যারা ছিলেন তাঁরাও খোঁজখবর দিতে পারেনি। পরে বিষয়টি নিয়ে শাহবাগ থানায় জিডি করেছি।’
জিডির বিষয়ে এসআই খালেক মিয়া বলেন, ‘একটা জিডি হয়েছে। আমার কাছে এখনো জিডির কপিটা আসেনি। আসলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’