ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিতুমীর আর্ট ক্লাবে ২ ও ৩ তারিখ দুই দিন ব্যাপি চিত্রপ্রদর্শনী আয়োজন করা হয়।
রবিবার (২রা জুন) সকাল সাড়ে ১০ টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে সামনে ফিতা কেটে চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
‘লোকশিল্প’ থিম নিয়ে এবার আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণ করে সাত কলেজের শিল্প প্রেমী শিক্ষার্থীরা। যেখানে জলরংয়ের চিত্র, নকশীকাঁথা, ক্যালিগ্রাফি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর চিত্র, ফটোগ্রাফি, ফুলদানি, পালকি ও ফিলিস্তিনি অসহায় মানুষের চিত্র প্রদর্শন করা হয়।
তিতুমীর আর্ট ক্লাবের সভাপতি তানজিন তামান্না বলেন, “এবারের আকর্ষণ হচ্ছে আমাদের চিত্র প্রদর্শনী শুধুমাত্র তিতুমীর কলেজে সীমাবদ্ধ নয়, পুরো সাত কলেজ থেকে সাবমিশন পড়েছে। এই চিত্র প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত।”
প্রদর্শনী পরিদর্শন শেষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, “আমাদের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা আছে। তারা কেউ প্রফেশনাল না কিন্তু নিজের ভালোলাগা ও সৃজনশীলতার মাধ্যমে চমৎকার সব চিত্রকর্ম রং তুলি,ক্যালিগ্রাফি,আর্ট এন্ড ক্রাফটের মাধ্যমে তুলে ধরছে। আমি তাদের জন্য দোয়া করি তারা অনেক দূর এগিয়ে যাক।”
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, “লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে চিত্রকর্মগুলোর মাধ্যমে যা আমাকে অভিভূত করে। আমরা আশা করি আমাদের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে। ”
প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান, ছাত্র নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।