ক্যাম্পাস প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেছে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
রবিবার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে এক ঘন্টা ভিতরে পদত্যাগের আল্টিমেটাম দেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর ১টার দিকে অধ্যক্ষের রুমে শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগপত্রে স্বাক্ষর করে পদত্যাগ করেন তিনি।
পেশাগত দায়িত্বে থাকাকালীন রাজনীতিতে সম্পৃক্ততা, হল বানিজ্য, অতিরিক্ত অর্থ আদায়, অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ক্যাম্পাসের সহশিক্ষামূলক কার্যক্রমে বাধা দেওয়ায় বিভিন্ন সহশিক্ষা সংগঠনের নেতৃবৃন্দরাও তার উপর ক্ষুব্ধ। এ নিয়ে গত বৃহস্পতিবার সরকারি তিতুমীর কলেজের সকল সহ শিক্ষা মূলক সংগঠনের সিদ্ধান্তের ভিত্তিতে “সহ শিক্ষা মূলক মেন্ডেড ২০২৪” অধ্যক্ষের কাছে প্রস্তাব করা হয়েছিল। সেখানে ক্যাম্পাসে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ সহশিক্ষামূলক সংগঠন গুলোর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৪ দফা প্রস্তাব দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার সমন্বয়করা বলেন, একজন কলেজ অধ্যক্ষ কীভাবে কোন আইনে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারে তা বোধগম্য নয়। তিনি সরাসরি ছাত্রলীগের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন। অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বা সাধারণ শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে মার খেতো তখন অধ্যক্ষ চুপ করে থাকতেন। ছাত্রলীগের নেতাকর্মীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতেন।
তাঁর পদত্যাগের পর, শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, এই পদত্যাগের ফলে কলেজের পরিবেশের উন্নতি হবে, আবার কেউ কেউ আশঙ্কা করছেন, এতে কলেজের প্রশাসনিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে।
উল্লেখ্য, নতুন অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে কলেজের প্রশাসন পুনর্গঠন ও শিক্ষার পরিবেশ ফেরানোর অপেক্ষায় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
শফিক/আরএ