রাজধানীর সরকারি তিতুমীর কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪৩১ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং জার্নালের মোড়ক উন্মোচন আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কলেজের শহিদ বরকত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী মো: ফয়জুর রহমান ও আহবায়ক অধ্যাপক ফারাহ চৌধুরী।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন আমরা সকলেই জানি, সাংস্কৃতিক অনুষ্ঠান পরে হয়। শিক্ষার্থীদের ধরে রাখার জন্য কিন্তু আপনি আছে বলে শিক্ষার্থীরা হ্যামিলনের বাঁশিওয়ালা মতো আপনার জাদুকরি বক্তব্য শুনার জন্য আসন ত্যাগ করে নাই। সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা করা জন্য শিক্ষকরা সাংগঠনিকভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে। আর যারা সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জাফর ইকবাল বলেন, আমি অনেক জায়গায় দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান পরে করা হয় শিক্ষার্থীদের অনুষ্ঠানে রাখার জন্য কিন্তু তিতুমীরে কলেজে তা ভিন্ন। সাংস্কৃতিক অনুষ্ঠান আগে করার পরও শিক্ষার্থীরা বসে আছে, কোথায় যায় নাই। তারা সত্যিকারে শিক্ষার্থী, তাদের মাঝে দেশ প্রেম আছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে সাহিত্যে প্রতি জ্ঞান থাকতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। মুটোফোন ব্যবহার কমিয়ে, আমাদের সকলে পড়াশোনা পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করার জন্য আহবান করেন।
উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জাফর ইকবাল জার্নালে মোড়ক উন্মোচন করেন। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক ও সাহিত্যিক পুরষ্কার শিক্ষার্থীদের মাঝে তুলে দেন। অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগমকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে সম্মাননা স্মারক প্রদান করেন ড. মোহাম্মদ জাফর ইকবাল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়লসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মো: শফিক খান
সরকারি তিতুমীর কলেজ