দেশজুড়ে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন।অতি তাপপ্রবাহের কথা চিন্তা করে দেশের সরকারি বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শ্রেণি কার্যক্রম শিথিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৪ স্থগিত করা হয়েছে। রবিবার দুপুর একটায় (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সারাদেশে অতিমাত্রায় তাপদাহ বৃদ্ধি পাওয়ায় আগামী ২৮/০৪/২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য আন্তঃ বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপাততঃ স্থগিত করা হলো।
রবিউল হাসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়