দাউদ ইব্রাহিম। যিনি ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে বোমা হামলার মাস্টারমাইন্ড ছিলেন। এ সিরিজ বোমা হামলার প্রাণ হারান ২৬৭ জন। এবার তিনি নিজেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুশয্যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে বিষপ্রয়োগ করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দাউদ ইব্রাহিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর দাবি, করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে দাউদকে। হাসপাতালের যে অংশে তিনি আছেন, সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি। কাউকে কাছেও যেতে দেয়া হচ্ছে না। গত দু’দিন ধরে হাসপাতালে রয়েছেন দাউদ।
ঠিক কোন পরিস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তা নিয়েও চরম গোপনীয়তা রয়েছে। পাকিস্তান বা ভারতীয় কর্তৃপক্ষ, কেউই এখনও পর্যন্ত সরকারিভাবে এই খবরটি নিশ্চিত করেনি। জল্পনা রয়েছে, বিষ প্রয়োগের ফলেই আকস্মিকভাবে তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। তবে, কে বা কারা তাকে বিষ দিল, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য।