দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির আলোচনায় এই কথা জানায় হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষক বৃন্দ।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতিশ্রুত সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী চলছে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।
শিক্ষকেরা তাদের বক্তব্য বলেন দীর্ঘদিন যাবৎ শান্তি পূর্ণ আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোনো সুষ্ঠু আশ্বাস দেওয়া হয়নি।বরং আমাদেরকে উপেক্ষা করা হচ্ছে। বিক্ষুব্ধ কন্ঠে শিক্ষকেরা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ছাড়া কখনোই উন্নত এবং সমৃদ্ধশালী দেশ বিনির্মান সম্ভব না। কিন্তু আমাদের কথায় কোনো কর্ণপাত করা হচ্ছে না। কিছু সরকারি আমলা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করে সরকারকে কুমন্ত্রণা দিয়ে যাচ্ছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাদেকুর রহমান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে সহিংসতা হয়েছে তা নিন্দনীয়। তবে এক্ষেত্রে সকলকে দায়িত্বশীল ও সংযত আচরণ করার আহ্বান জানাচ্ছি। আর আমাদের দাবি যতদিন আদায় না হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।
নাঈম ইসলাম সংগ্রাম |হাবিপ্রবি