ভারতের রাজধানী দিল্লিতে জুম্মার নামাজ পড়ার সময় কয়েকজন মুসল্লিকে লাথি ও ধাক্কা মারার মত বর্বর আচরণ করেছেন একজন পুলিশ অফিসার।ঘটনার পর ওই পুলিশ কর্মকর্তার এমন আচরণের বিরোধিতা করে বিক্ষোভ দেখান নামাজ আদায়কারীরা।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা ওই ঘটনাস্থলে পৌঁছন এবং নামাজ আদায়কারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা নামাজ আদায়কারীদের রাস্তা থেকে উঠে যেতে বলেন, এ সময়ই নামাজরত অবস্থাতাতেই পিছন থেকে দুই ব্যক্তিকে লাথি মারেন ওই পুলিশ সদস্য। হাত দিয়ে অন্য একজনের ঘাড়েও মারেন তিনি।
এ ঘটনায় কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য ইমরান প্রতাপগারহি ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘দিল্লি পুলিশের এই কর্মী নমাজরত মুসলিমদের একের পর এক লাথি মারতে থাকেন। ওই পুলিশকর্মীর হৃদয়ে কিসের এত ঘৃণা? দিল্লি পুলিশকে অনুরোধ করছি অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে তদন্ত করতে। পাশাপাশি তাকে চাকরি থেকে বরখাস্ত করারো আর্জি জানাচ্ছি।’
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যাতে উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।