পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রাখার অভিযোগে দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাঁচ দেশ।
দেশটির কট্টর ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালের স্মোতরিচের ওপর নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো হলো কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য।
মঙ্গলবার (১০ জুন) এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, অভিযুক্ত দুই মন্ত্রী পশ্চিম তীরে সহিংসতা উসকে দেওয়া এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদে প্রভাব বিস্তার করছেন। সেখানে ইহুদি বসতি সম্প্রসারণে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম তীরের সহিংসতায় যারা জড়িত, তাদের প্রশ্রয় ও দায়মুক্তির পরিবেশ তৈরিতে এই দুই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই সঙ্গে ইসরাইল সরকারকেও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করেছেন। এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টভাবে আন্তর্জাতিক নীতিমালা এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল।
পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত বিবৃতিতে পশ্চিম তীরকে ঘিরে ঘনীভূত সংকটের পাশাপাশি গাজা পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে। তারা জানান, ইসরায়েল যদি গাজার জনগণকে জোরপূর্বক পশ্চিম তীরে স্থানান্তর করে গাজা দখলের চেষ্টা করলে, সেটি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে।
প্রসঙ্গত, বেন গাভির এবং স্মোতরিচ উভয়েই ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং কট্টর ইহুদি জাতীয়তাবাদী রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচিত-সমালোচিত হয়ে আসছে।