গত দুসপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ১৮৫টি অস্ত্র উদ্ধার এবং ৮৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব ৪ সেপ্টেম্বর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু করে।