বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফেব্রুয়ারির ১০ দিনের মধ্যে তৃতীয়বারের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
২২ ক্যারেট বা সবচেয়ে ভালো মানের সোনার দাম এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নতুন দাম ১১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগে ১ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল।
নতুন মূল্য অনুযায়ী:
– ২২ ক্যারেট সোনার এক ভরি দাম ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৯ হাজার ৮১২ টাকা।
– ২১ ক্যারেট সোনার এক ভরি দাম ১ হাজার ৯০২ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ১ টাকা।
– ১৮ ক্যারেট সোনার এক ভরি দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৫৭৭ টাকা।
– সনাতন পদ্ধতির সোনার এক ভরি দাম ১ হাজার ৩৮৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১৭ টাকা।
এটি দেশের বাজারে প্রথমবারের মতো সনাতন পদ্ধতির সোনার এক ভরি দাম এক লাখ টাকার সীমা ছাড়িয়ে গেছে।
এদিকে সোনার দাম বাড়ানোর পরও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। রুপার দাম নিম্নরূপ:
– ২২ ক্যারেট রুপার এক ভরি দাম ২ হাজার ৫৭৮ টাকা।
– ২১ ক্যারেট রুপার এক ভরি দাম ২ হাজার ৪৪৯ টাকা।
– ১৮ ক্যারেট রুপার এক ভরি দাম ২ হাজার ১১১ টাকা।
– সনাতন পদ্ধতির রুপার এক ভরি দাম ১ হাজার ৫৮৬ টাকা।