বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টায় বাড়িটির দেয়াল বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছাত্রদেরকে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরে রাত ১০টা ৫০ মিনিটে বাড়ির সামনে বুলডোজার আনা হয়।
এমনকি ৬ ফেব্রুয়ারি সকালেও ছাত্র জনতার ব্যানারে ভাঙ্গা হতে থাকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। তাদের লক্ষ্য হলো এটিকে মাটিতে মিশিয়ে দেয়া। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গা হচ্ছে।
এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় পাকিস্তানের। সেখানে “Defence Pakistan” এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা
#BREAKING: End of a Traitor’s Legacy, Mujibur Rahman’s House in Dhaka Demolished by Bangladeshi Revolutionaries.
Bangladeshi revolutionaries have demolished Sheikh Mujibur Rahman’s house in Dhanmondi-32, the very place where he conspired with India to break Pakistan.
With this, not a single remnant of Mujibur Rahman remains in Bangladesh.
Reports suggest that the revolutionaries acted after revelations of Sheikh Hasina’s plans to address the Bangladeshi people from India, allegedly to incite unrest and serve India’s interests.
যার বাংলা অর্থ অনেকটা ” #ব্রেকিং: একটি দেশদ্রোহীর ইতিহাসের সমাপ্তি, ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেললো বাংলাদেশি বিপ্লবীরা।
বাংলাদেশি বিপ্লবীরা ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে, যে স্থান থেকে তিনি ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙার পরিকল্পনা করেছিলেন।
এটির সাথে সাথে বাংলাদেশে মুজিবুর রহমানের কোনো চিহ্নই অবশিষ্ট নেই।
খবর অনুযায়ী, শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনার তথ্য প্রকাশের পরেই বিপ্লবীরা এই পদক্ষেপ নিয়েছে। বলা হচ্ছে, এই ভাষণের উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতের স্বার্থসিদ্ধি করা।”