নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে চান্দাশ ইউনিয়নের বাগডোব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু হাসান বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য এস এম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘৫ আগস্টের পট পরিবর্তনের পর বিএনপিতে অনেক ধান্দাবাজ জুটেছে। আপনারা দয়া করে এই সব ধান্দাবাজদের সঙ্গ দিয়ে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার নাম খারাপ কইরেন না।
সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ফজলে হুদা বাবুল।