ম্যাচ জয়ের ধারাবাহিকতায় স্থির হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। একটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোর পর পরের ম্যাচেই ব্যর্থতা, যা এখন যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এরই ধারাবাহিকতায়, ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠে বোর্নমাউথের বিপক্ষে বড় পরাজয়ের মুখে পড়েছে রুবেন আমরিমের দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে বোর্নমাউথের কাছে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ইউনাইটেড। এই জয়ে বোর্নমাউথ লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে, আর ম্যানচেস্টার ইউনাইটেড নেমে গেছে ১৩তম স্থানে। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২২ পয়েন্ট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড, তবে তাদের প্রচেষ্টাগুলো ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয়। ম্যাচের ২৩তম মিনিটে বোর্নমাউথ এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে রায়ান ক্রিস্টির ফ্রি-কিকের ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার হাউসেন।
প্রথম গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বোর্নমাউথ। ২৫তম মিনিটে এভানিলসনের অ্যাক্রোবেটিক শট কোনোভাবে রুখে দেন ইউনাইটেডের গোলরক্ষক। বিরতির আগে কিছু চাপ সৃষ্টি করলেও ইউনাইটেডের আক্রমণগুলো ছিল গোলের মুখ দেখাতে ব্যর্থ।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর লক্ষ্যে মাঠে নামলেও ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ে। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে বোর্নমাউথের জাস্টিন ক্লুইভার্ট স্কোরলাইন ২-০ করেন। দুই মিনিট পর আন্তোইন সোমেনিওর দুর্দান্ত গোলের মাধ্যমে বোর্নমাউথের জয় নিশ্চিত হয়।
ম্যাচের শেষভাগে একাধিক আক্রমণ চালায় ইউনাইটেড, তবে ফিনিশিংয়ের দুর্বলতার কারণে তারা আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
বিএন