নওগাঁয় সামাজিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আলমগীর রহমান।
রোববার বিকেল ৩টায় নওগাঁ পুলিশ লায়েন্সে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁ পুলিশ সুপার মো: কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মোহা মাহমুদুর রহমান পিএসসি, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমূল হক সনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, বিএনপির সদস্য সচিব মো: বায়েজিদ হোসেন পলাশ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি এ্যাড আ স ম সায়েম, নওগাঁ জজ কোর্টের পিপি (পাবলিক প্রসিকিউটর) এ জেড এম রফিকুল আলমসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সুশীল ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট এর পর দেশ এক নতুন পথ খুঁজে পেয়েছে। দেশের বিরোদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। এ ব্যাপারে দেশের নাগরিককে সচেতন থাকতে হবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাধারণ জনগণের পাশাপাশি বাংলাদেশ পুলিশ সচেতন রয়েছে।
সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে নওগাঁ জেলার পুলিশের সফলতার চিত্র তুলে ধরেন।
রনক//বিএন