নওগাঁর নিয়ামতপুরে নসিমন উল্টেদুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৮জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) ও বনগাঁ গ্রামের শামীম রেজা (২৮)। নিহত দুই ব্যক্তি গরু ব্যবসায়ী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী শরিফ উদ্দিন ও শামীম গরু কেনার জন্য আজ দুপুরে নসিমন গাড়ি করে উপজেলার ছাতড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে নিয়ামতপুর-টিএলবি সড়কের সাংশইল মোড় এলাকায় বাঁক ঘুরার সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গরু ব্যবসায়ী শরিফ উদ্দিন ও শামীম রেজা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গাড়ি থেকে ছিটকে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সড়কের বাঁক ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন গাড়ি উলটে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।