শনিবার ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হলেও স্কুল ছুটির কারনে শিক্ষার্থীরা স্কুলে গিয়েও শিক্ষকদের সাথে দিবসটি পালন করতে পারেনি। আজ রোববার (৬ অক্টোবর)সকাল ৯ টা স্কুলের দরজা খুলেছে সবেমাত্র। প্রতিদিনের মতো গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার সহকারী শিক্ষক রকিবুল ইসলাম বিদ্যালয়ে আসেন। তিনি বিদ্যালয়ের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্রেণিকক্ষের দিকে। হঠাৎ শ্রেণিকক্ষে প্রবেশের আগমুহূর্তে ছয়-সাতজন শিক্ষার্থীরা তাঁকে গোলাপ ও রজনীগন্ধা ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষার্থীদের এমন ভালোবাসায় বিস্মিত হয়ে যান রকিবুল ইসলাম।
সে সময় স্কুলে প্রবেশের সঙ্গে সঙ্গে এভাবেই অন্য শিক্ষদের হাতে দলগতভাবে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানায় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রায় ১ শতাধিক শিক্ষার্থীরা।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা শিক্ষকদের এভাবেই সম্মান জানান। শিক্ষদের ফুল তুলে দিয়ে শুভেচ্ছে ছাড়াও আর্ট পেপারে নিজেদের তৈরি হাতের ছাপ শিল্প উপহার দিয়েছে শিক্ষকদের। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকেরা একটি শ্রেণি কক্ষে জমায়েত হয়ে কেক কেটে শিক্ষক দিবস উদ্যাপন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা তাদের নিজেদের অনুভূতি গুলো তুলে ধরেন।
শিক্ষার্থীদের এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন নওগাঁ বন্ধুসভার সদস্যরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস, নওগাঁ বন্ধুসভার অর্থ সম্পাদক আব্দুস সালাম, বন্ধুসভার সদস্য এবং বিডিএন৭১ এর নওগাঁ জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রনকসহ প্রমুখ।
শিক্ষার্থীদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস। তিনি বলেন, আমার শিক্ষার্থীরা আজকে যেভাবে আমাকে সম্মান ও ভালোবাসা জানালো তাতে সত্যিই আমি সহ আমার সহকর্মীরা আপ্লুত। এমন ভাবে আমি নিজেও কখনো আমার শিক্ষকদের সম্মান জানাতে পারিনি। তাদেরকে বলতে পারিনি স্যার, আপনাকে অনেক ভালোবাসি।